banglarsab.com

মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

POEM

 

LOVE

LOVE IS GREATER THAN LIFE

IT SHOULD LONGER THAN THIEF

NEW COMER SHORT FROM LOVE

THEY ARE NOT SUCCESS FOR DOVE.

WHO BACK TO FROM THE LOVE

SUCCESS MANY SUCCESS FOR LIFE.

LOVE IS MISTAKE FOR GOOD LIFE

WHO SHOULD BECOME THE ADVICE

I THOUGHT THAT YOU ARE HAPPY

WHO LEAVE THE LOVE FOR SOLVENCY

SEA IS LIKE FOR OVER FLOW

BUT IT KINGDOM  DAMAGE HUMAN BELOW

SO THE YOUNG LIKE THE LOVE BEST

THEY WHEN FAILD STOOD FAST NEXT

WE ARE GREATEST FLOWER OF ALLAH

SO WE LOVE FOR ANYBODY COULD LILLAH.

SUCCES

YOU SHOULD NOT TARGET ANY WRONG
LEGAL WAY DONE HAPPY FOR NOT ALONG

WHO ARE GONE TO CHANGE WRONG
VERY LIES TROUGH ANY WAY GONE.
 
IT IS N'T TO HAPPENED YOUR LIFE
HARDLY HARD WORK DONE WITH DRIVE 
 
A CHILD HAD NOT BECOME TO WORK 
 FAMILY MEMBERS IS HIS TEACHER.
 
THEY ARE SHOULD BE DONE THE WORK
CHILD IDEAS SHOW FROM THE  VARIOUS

 WHO CAN GO SOLVE ANY SYSTEM
CHILD LIKE THE OTHER WISE HABIT

MY FULL MIND CRYING FOR BEST
                                                   BUT I HAVE NT SUCCESS ANY WAY.



TERRIBLE NIGHT BANGLA

 নির্জন রাত, জোসনা যেন সূর্যের মত আলো ছড়াচ্ছে। দিনে এক পশলা বৃষ্টিও পড়েছিল। হ্যাঁ আমি চাঁদনী রাতের শুভাকাংখী, কারন সেদিন আমার পকেটে দুইশত টাকাও ছিল মনে বেশ ফুর্তি ১৯৮৪/৮৫ সনের কথা, সবেই আমরা বড় গল্পে মেতে থাকি। কিন্তু না আমি বড় গল্পের পূজারী নয়, কারন আমার জীবনে ঘটে যাওয়া প্রতিটা মূহূর্তের কথা স্বরন রেখেছি, বা জনসমক্ষে তুলে ধরি, কারন সত্যটা বলা আমার তো অভ্যাস।
বেশী দীর্ঘায়িত গল্প করব না, কারন এ ডিজিটাল যুগে কেউ বড় গল্প পছন্দ করে না কারও মনের কষ্ট কেউ উপলব্দি করতে চায়না।
পাঠকগন আমার শিশুকাল আর শৈশবকাল যেভাবে কেটেছে তা কেউ জানলে শুধু মর্মাহত নয়, হার্ড এট্রাক ও করতে পারেন। আমার শৈশব কেটেছে বিভোর পল্লীতে যা পুরোটাই ছিল অভাবী সংসারের অবলীলার সন্ধিক্ষনে। বাবাকে ছোট করব না, কারন উনি যথেষ্ট চেষ্টা করেছেন দু'মুঠো খাইয়ে আমাদের সন্তুষ্ট করার জন্য। কিন্তু বিধির বিধান তা হয়ে উঠেনি। তাই আমার বাবা আমাদের সাতভাইবোনের আহাজারিতে পালিয়ে বেড়াতেন।
 বড়ভাই ঢাকায় বেসরকারী ছোট একটা চাকরি করতেন।
বাবা বাড়ি নেই, আমরা ছয় ভাইবোন মা সাতজন এখন বড়ভাইয়ের কাধেঁ ভর দিয়ে চলছি। এক বড় ধরনের অভাব শুরু হল ভাদ্র মাসে অনবরত বৃষ্টির কারনে  বাবার রোজগার বন্ধ, তাই উনি উধাও হয়ে গেলেন। পনের দিন,মাস পার হয়ে গেল দরদী বাবার খবর নেই। সুদীর্ঘ তিনমাস নেই। আমাদের অনেক কষ্ট, খানাপিনা তথা পড়ালেখা বন্ধ। বড়ভাই যে বেতন পেতেন তাতে দু'শ টাকার বেশি দিতে পারতেন না। দু'বেলা খেলে দু'শ টাকায় আমাদের দশদিন চলত। আহ্ না খেয়ে থাকার দিনগুলোর কথা মনে পড়লে, আজও আমার দু'চোখ বেয়ে অশ্রু পড়ে, আত্বা হুংকার দিয়ে বলে সেসব দিনের কথা মনে করিস না হিরু। সেই সময় তো মা জননী  কোথাও যেতে পারতেন না। তবু অনেক চেষ্টা করে আমাদের একবেলা হলেও অন্ন যোগাতে চেষ্টা করতেন। মা'র সাথে জেদ করতাম না, কারন মা যদি বাবার মত হারিয়ে যায়, আমরা কোথায় গিয়ে দাঁড়াব! কে দিবে বুকে ঠাঁই। তাই হাজার কষ্টের মাঝেও মা কোথাও যেতেন না।
ভাইয়ের চিঠি এল, সে বাবাকে খুঁজার জন্য দিনাজপুর যাবে একতা ট্রেনে অমুক তারিখে,  আমাকে শহরের এক রেলষ্টেশনে থাকতে বললেন, আমাকে কিছু টাকা দিয়ে উনি আবার দিনাজপুর চলে যাবেন। তখন আমি সপ্তম শ্রেনী পড়ুয়া ছাত্র। যে ষ্টেশনে একতা ট্রেন থামবে, সেটা আমাদের বাড়ি হতে পনের কিলোমিটার দুরে অবস্থিত। অর্থাত আমাদের বাড়ি থেকে আরেকটি রেলষ্টেশন যেতে হবে।
একতা এক্সপ্রেস জামালপুর থামবে। জামালপুর যাওয়ার জন্য এখান থেকে বিকেল পাচঁটায় একটা ট্রেন আছে, সেটাই যাওয়ার জন্য তৈরী হয়ে নিলাম। মা আমাকে বারবার হুশিয়ারী দিচ্ছে, আমি একা যেতে পারব কিনা?  আবার ভাই চলে গেলে একা বাড়ি ফিরতে পারব নাকি এ নিয়ে বিভিন্ন টেনশন করছেন আমার প্রানপ্রিয় মা জননী। মা খুব নামাজী এবং কোরআন পড়তেন, বলাবাহুল্য সেই আমলে আমার জানামতে কমপক্ষে একশত এর উপরে হবে মা'র কাছে মেয়েরা কোরআন শরীফ শিখতে দেখেছি।সেই মা আমাদের জন্য দোয়া করতেন আর বলতেন এ কষ্ট তোমাদের বেশিদিন স্থায়ী হবে না। সামনের দিনগুলো তোমাদের আমি খুব ভাল দেখছি, যখন আমি থাকব না। যাহোক মা আমাকে অনেক অনেক দোয়া করে কপালে ফুক দিয়ে বিদায় দিলেন, যাতে ভাইয়ের সাথে  দেখা করে ভালোভাবে ফিরে আসতে পারি। ষ্টেশনে ট্রেনের অপেক্ষা। মাগরিবের আজানের সময় ট্রেন এল, অনেক ভীড় ঠেলে উঠলাম, এক কোনায় দাঁড়ালাম। আধ ঘন্টার মধ্যেই জামালপুর এসে পৌঁছলাম, ট্রেন থেকে নেমে হাঁটাহাটি করছি, অপেক্ষা রাত দশটা বাজবে ট্রেন আসবে ভাইয়ের সাথে দেখা হবে। আমার ভাইটিও ছিল সোনার মানুষ, এমন ভাই পৃথিবীর বুকে আরেকজন আছে কিনা সন্দেহ। আমার ভাইটি আজও বেঁচে আছেন, আল্লাহ্ র কাছে দোয়া করছি উনার আগে যেন আমার মৃত্যু হয়, কারন তার মৃত্যু যন্ত্রনা আমি সইতে পারবনা। ছয়জন ভাইবোনকে উনি ভরনপোষন করে বড় করেছেন, এমনকি বিয়ে সাদী পর্যন্ত দায়িত্ব পালনে ব্রত ছিলেন। তবে আমাদের দোয়ায় আল্লাহ্ উনাকে একটা সরকারি চাকরিও দান করেছিলেন। যা দিয়ে উনি আমাদের সংসারের পনেরো দিনের খরচ চালাতে পারতেন।মাসের  বাকি দিনগুলো বাবা-মা কষ্ট করে চালাতেন। জামালপুর ষ্টেশনে ঘুরাফেরা করছি, পেটে তো ক্ষুধার অন্ত নেই। ভাই আসবে খুচরা দুইটাকা দিবেন, সেটা দিয়ে হোটেলে পরোটা খাব, এ চিন্তায় মাতোয়ারা। মাঝে মাঝে কান্না আসছিল, হায়রে জগত, এত কষ্ট আল্লাহ আমার কপালে লিখেছিল, যাকগে না কেঁদে আল্লাহ্'র কাছে তওয়াক্কুল করে বসে আছি। কত রঙের কত মানুষ দৃষ্টিগোচর হল, তা বলে শেষ করা যাবেনা। আবার মাঝে মধ্যে হারিয়ে যাওয়া বাবার কথাও মনে উঁকি দিলে তাকেও আশেপাশে খুঁজতে থাকি। বিধির বিধান আর কেউ খন্ডাতে পারেন না। যাহোক ষ্টেশন মাষ্টারের রুমে থাকা বিশাল ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় দশটা বাজে, একটু পরেই ষ্টেশনে ঘন্টা বাজাল, একজনের কাছে জানতে পারলাম, একতা ট্রেন  আসছে এবার আমার মনোবল দৃঢ় করতে হবে। কারন ভাইকে খুঁজে না পেলে বড় অসুবিধা হবে, সবাইকে অনেকদিন উপোস করতে হবে। সবচাইতে বড় খুশি লাগছে দুই টাকা পাব, যা দিয়ে পরোটা কিনে খাব। ট্রেনের আলো দেখা যাচ্ছে, আমি প্লাটফর্মে শক্তভাবে দাঁড়ালাম, এবার ট্রেন ষ্টেশনে ঢুকছে ভাই চালাকি করে ইঞ্জিনের পিছনের বগিতে উঠেছেন, আর জানালা দিয়ে মুখ বের করে দিয়ে আমায় খুঁজছেন, আমি ভাইকে দেখে ফেলি এমনকি তাড়াতাড়ি সেই বগির নিকট যেতে থাকি, ট্রেন  আস্তে আস্তে থেমে গেল, আমি ভাইয়ের দিকে দৌঁড়াতে থাকি আর ভাইও ট্রেন থেকে নেমে আমাকে জড়াইয়া ধরে তাড়াতাড়ি দুইশত টাকা আমার শার্টের ভিতরের পকেটে ঢুকিয়ে দিলেন। আর আমার হাতে দিলেন দশ টাকা হোটেলে ভাত খাওয়ার জন্য। আমি কথা বলতে পারছিলাম না, কারন কান্নায় আমার বুক ফেটে যাচ্ছিলো, ভাই মুখে চুমো দিয়ে বলল আরে পাগল চিন্তা করবে না, আমি তো আছি, আর টাকাটা ভাল করে রেখ, যাতে না হারায় এই বলে ভাই আবারও ট্রেনের দিকে পা বাড়াল ট্রেনে উঠে আবারও বলল, ভাল থাকিও বোনগুলোর দিক খেয়াল  রেখো। জানেন পাঠকগন ঘটনাটি লিখছি আর কাঁদছি, আল্লাহ্ তুমি ফেরেস্তার মত ভাইটিকে মরনের আগেই বেহেস্ত রেডি করে রেখো, যাক ট্রেন ছেড়ে দিল, আমি তাকাইয়া রইলাম ভাই আড়াল না হওয়া পর্যন্ত। চোখ মুছে এক জায়গায় বসলাম মনকে শান্তনা দিলাম, ভাই তো বলেছে সে থাকতে চিন্তা করতে হবে না। অনেকক্ষন বসে থেকে ভাইয়ের দেয়া দশ টাকা দিয়ে ভাত খাব বলে হোটেলে যাবার সিদ্ধান্ত নিতেই আগে মনে পড়ল, কি দিয়ে ভাত খাব? মাছ না মাংস নাকি ডিম খাব? অনেকদিন মনে হত একটা আস্ত ডিম খেতে পারতাম। ভাবতে ভাবতে বড় ভাবনা সামনে এল, আমি হোটেলে পেট ভরে মাংস দিয়ে ভাত খাব আর আমার অন্য ভাইবোনেরা হয়তঃ রাতে অনাহারে আছে, আমি না থাকার কারনে হয়তঃ আমার মা জননী রাতে পাকও করবেন না, কোনমতে চালিয়ে দেবেন। এই ভেবে আর ভাল খানা ভক্ষন করার ইচ্ছা হারিয়ে ফেললাম। ঘুরে দেখলাম এক ঝুপড়িতে আটা দিয়ে চাপড়া ভাঁজছে তার দিকে এগিয়ে গেলাম, যা মুটামুটি আট আনার খেলেই আমার হয়ে যাবে। আট আনা পয়সা আমার পকেটে ছিল, মা দিয়েছিল, দুরে যাচ্ছি যদি কোন বিপদ হয় তাই মার দেয়া পয়সাটা দিয়েই চাপড়া কিনে খেতে লাগলাম, তাতেই অনেক বরকত উপলব্দি করলাম। এবার রাত একটার ট্রেনের অপেক্ষা। এ সময় রেলষ্টেশনে কতকিছুই না ঘটে গেল তা আর উল্লেখ নাই বা করি, কারন যা দেখেছি তা ষ্টেশনে ঘটেই থাকে। রাত বারোটা হঠাৎ খেয়াল করে পিট পিট করে স্লো গতিতে একটা ট্রেনের আলো দেখা যাচ্ছে, জানতে পারলাম মাল ট্রেন সেটা আমাদের দিকেই যাবে, প্রস্তুতি নিতে থাকি যদি কেউ উঠে আমিও উঠব, দেখি দু একজন লাফিয়ে উঠছে আমিও লাফিয়ে উঠলাম, বড়রা অবাক হল, আমার দৌঁড়ে উঠতে দেখে। কারন আমাদের চলন্ত ট্রেনে উঠার অভ্যাস আছে, কারন ষ্টেশনের কাছে বাড়ি প্রায়ই ট্রেনিং করে থাকি। মুশকিল হল লাফিয়ে উঠার অনেকেই গার্ড সাবকে একটাকা করে সেলামী দিচ্ছে, না দিলে মুশকিল আছে সামনের ষ্টেশনে স্লো না করলে কেউ নামতে পারবে না। আমি তো বিপাকে পড়ে গেলাম, আমার কাছে ভাংতি টাকা নাই, দশ টাকা দিলে যদি পুরোটাই নিয়ে যায়, এ নিয়ে ভাবছি। ভাবতেই গার্ড সাব আমার কাছে এসে মিষ্ট সুরে বলল এই ছোট সাহেব ভাড়া কোথায়? এই বলে আবার আরেকজনের কাছে চলে গেল, বাঁচা গেল আমাকে আর টাকা দিতে হল না। তবুও ভড়কাচ্ছি আবার এসে ধরে কিনা, ভয় পাই আর মা'র দোয়ার কথা মনে করি। যাক এর মাঝেই দেখতে পেলাম আমাদের ষ্টেশনের আলো দেখা যাচ্ছে। ট্রেন একটু স্লো করতেই অনেকেই লাফিয়ে নামতে থাকল, আমিও মা'র দোয়ার ভরসা করে নেমে পড়লাম কোন সমস্যা হল না। এবার খুঁজতে থাকি আমাদের এলাকার কাউকে পাই কিনা, না কাউকে দেখা পেলাম না,হতাশ হয়ে এক হোটেলে গিয়ে বসলাম, আর ভাবলাম দশ টাকা দিয়ে পরোটা আর ডাল ভাজি কিনব, হয়তঃ আমার বোনগুলো আর ছোট ভাইটি না খেয়ে শুয়ে আছে। ভাবতে ভাবতেই সামনে চা এল, অবাক হলাম আমি তো চায়ের কথা বলিনি, সেটা কে বলল, ওয়েটারকে জিজ্ঞেস করে জানতে পারলাম হোটেল মালিক দিতে বলেছে, আর কিছু না বলে চায়ে চুমুক দিলাম আর ওয়েটারকে বললাম চৌদ্দটা পরোটা আর ডাল ভাজি প্যাকেট করার জন্য। ওয়েটার আমাকে জিজ্ঞেস করছে, টাকা আছে কিনা কথাটি মালিক শুনে ওয়েটারকে ডেকে কষে চড় বসিয়ে দিল গালে আর বলল, ওরা হল, এই ষ্টেশনের ভবিষ্যত কর্নধার টাকা না থাকলে যখন ইনকাম করবে, তখন দিবে। আমি এগিয়ে গিয়ে বললাম, না কাকা আমি এইযে টাকা এখনই দিচ্ছি।মালিক বলল, দেখ আমি তোমার প্রতি খুবি সন্তুষ্ট কারন হোটেলের কাছ দিয়ে ঘুরে যাও, অথচ সাহস করে বসে কোনদিন এক কাপ চা ফ্রিতে খাওনা, তাই আজ বসা মাত্র তোমাকে চা দেয়ার জন্য বলেছি। কি করব কাকা আমরা গরীব মানুষ, চা খাব টাকা পাব কোথায়, তাছাড়া মাগনা খাওয়া ভাল নয়। যাক বাবা এতরাতে পরোটা দিয়ে কি করবে, কাকা আমার ভাইবোনগুলো সারাদিন না খাওয়া তাই নিয়ে যাচ্চি। উনি যত্ন সহকারে পরোটা ভেজে ভাল সবজি দিয়ে দিল, টাকা নিতে চাইনি আমি জোর  করে দিলাম, উনি বললেন তোমার বেশি ক্ষুধা পেলে আমার কাছে এসে খেয়ে যাবে। তাকে ধন্যবাদ জানিয়ে দোকান থেকে বের হলাম দেখি কোনমতে যদি বাড়ি পৌঁছানো যায়,তাহলে ভাইবোনগুলো খুশিচিত্তে পরোটা খাবে আর আমার কলিজা ঠান্ডা হবে। রাত একটা বাজে বেশ চাঁদনী রাত শুই পর্যন্ত দেখা যায়। মনে সাহস আর আবেগ নিয়ে রওনা হলাম মাঠের ভিতর দিয়ে কারন কিছুদুর এগুলেই পাওয়া যাবে হযরত কাকার ছাউনি, তারপর তাকে নিয়ে বাকি পথ পারি দেব। রওনা হলাম, এখন মনে হচ্চে সামনে যদি একটা বিড়াল দৌড় দেয়, তবু আমি হার্ট এট্রাক করব। এদিক সেদিক তাকাই আর হযরত কাকাকে ডাক দেবার প্রস্তুতি নিয়ে থাকি, কিছু দেখলেই কাকাকে ডাক দেব বলে। যাকগে আল্লাহ্ র নাম জপতে জপতে কাকার ছাউনির কাছে পৌঁছে গেলাম। কাকা মাঠের ভেতর ছাউনি করে টিউবওয়েল পাহারা দেয়, যাতে চুরে না নিতে পারে। সামনে দাঁড়িয়ে শুনতে পেলাম উনি নাক ডেকে ঘুমাচ্ছেন। বসে পড়লাম তার পায়ের কাছে। কাকার ছাউনির একটু দুরেই দুটি তালগাছ, কথিত আছে রাতে ঐ তালগাছ দুটো দুষ্ট প্রকৃতির রুপ ধারন করে, সেখানে খারাপ জ্বিন আছে, মানুষকে ভয় দেখায়। আমাকে সেই তালগাছের নীচ দিয়েই যেতে হবে সেজন্য কাকার সাহায্যের অপেক্ষায় বসে আছি। আমি কাকার দিকে তাকাতেই শুনলাম তালগাছে বিশাল বাতাস বইছে, ফিরে তাকালাম তালগাছের দিকে আশ্চর্য একটা তালগাছ যেন আরেকটা তালগাছের উপর আঁচড়ে পড়ছে মনে হচ্চে তারা মিতালী খেলছে, অবাকের সাথে দারুন ভয় লাগছে। এবার কাকাকে ডাক দিলাম, কাকা বলল, কে হিরু!  হ্যাঁ কাকা আমি হিরু। তুমি কথা বলছ না কেন আর একটু পরে হলেই চোর বলে তোমার মাথায় লাঠি দিয়ে আঘাত করে বসতাম। তা এতরাতে কই থাইকা আইলা? আমি জামালপুর থেকে আইলাম। নিশ্চয় সিনেমা দেখতে গিয়েছিলে! না কাকা বাবাকে খুঁজতে গিয়াছিলাম, একথা শুনে উনি খুব মর্মাহত হলেন, আর বাবাকে গালাগালি করতে থাকেন। তারপর জিজ্ঞেস করলেন আমি তার কাছে ঘুমাব নাকি বাড়ি চলে যাব? বাড়ি যাব কাকা না হলে বাড়িতে মা খুব চিন্তা করবেন।আর খেয়াল করে দেখুন তালগাছ কি করছে! কাকা তালগাছের দিকে তাকিয়ে সাহসিকতার সাথে বললেন ও কিছু না বাবা আমার হাতের এই লাঠি দিয়ে দৌঁড়ানি দিলে হাতরাইয়া কুল পাবি নে। চল তোমাকে তালগাছ পার করে দিয়ে আসি, এই কথা বলা মাত্র তালগাছের আগা থেকে ঝুকা ঝুকা আগুনের ফুলকি পড়তে থাকে।  এবার কাকা থমকে দাঁড়াল, এমন অবস্থা দাঁড়াল চাচা নিজের জান বাঁচা এই মূহূর্তে কাকা কি করবে দিশে পাচ্ছে না। কাকা চিল্লাইয়া বলতে লাগল, পালাবি নাকি আমি আগুন জ্বালাইয়া নিয়ে আসব। কাকা এটা বলার পর আগুন নিভে গেল ঠিক, কাকা বলল, এইবার ডরাইছে চল আমরা আগাই। কাকা লাঠি হাতে আগে আমি পিছনে যাব এই সময় যা ঘটল তা মুশকিল।  আগুনটা আবার বিশাল আকার ধারন করে আস্তে আস্তে আমাদের দিকে আসতে থাকে।এখন তো দুজনেই বড় ভয় পাচ্ছি। উনি শুধু বলল, হিরু দৌঁড় দাও, এই বলে উনি দৌঁড় দিলেন, আমি তার পিছু নিতেই আমি তো তার মত দৌঁড়াতে পারব না। সো ভীত সন্ত্রন্ত হয়ে ছাউনির ভিতরে ঢুকে খড়ের বানানো বুন্দা যার ভিতরে আগুন আছে, সেটা নিয়ে বসে পড়লাম, আর মাকে স্বরন করলাম দোয়া কামনার্থে আর কেঁদে ফেলেছি, আর মনে হল আমি যে ছাউনির ভিতরে আছি, এটা মনে হয়, ভূত টের পায়নি, আমার কাছ দিয়েই আগুনটাৃ কাকার পিছু নিল। কাকা দৌড়াচ্ছে পিছনে আগুনের বিশাল ফুলকা যাচ্ছে আমি দেখছি, কিছু করার নেই, কাকাও কতক্ষন দৌঁড়িয়ে হয়তঃবা সারেন্ডার করে মাটিতে শুয়ে পড়ে। আমি বেড়ার ফাঁক দিয়ে দেখতেছিলাম। এবার আগুনের কুন্ডলী যেন কাকাকে ঘিরে নাচছে, আমি খুব টেনশন করছি, আর কাঁদছি, যার কাছে আশ্রয় নিলাম, সেই এখন বিশাল বিপদে।আর আমিতো কেঁদেই সারা আমি কি ছাউনির ভিতর থেকে বের হতে পারব নাকি এর ভিতরেই মরে থাকব, আৃমি কি বাড়ি যেতে পারব না! একটু পর দেখতে পেলাম আগুনের কুন্ডলী  আর নেই, ভাবলাম কাকার কি অবস্থা কিভাবে আমি আগাইয়া দেখব নাকি, আবার ভয়ে কাঁদছি, টেনশনে ছাউনির বাইরে বেরুতে সাহস পাচ্ছিনা। প্রায় একঘন্টা কাঁদাকাটির পর কাকার হুশ হয় আর আমাকে হিরু হিরু বলে চিল্লাইয়া ডাকতে থাকে। আমি তার ডাক শুনে আরও ভড়কে যাচ্ছি, ডাকটা সেই দিচ্ছে নাকি ভূতে দিচ্ছে তা নিয়ে সন্দিহান। কারন ভূতেরাও তার মত আমাকে ডাকতে পারে। তাই ছাউনিতেই বসে রইলাম, আমি মুরুব্বিদের কাছে শুনেছিলাম ঘর ছোট হোক আর বড় হোক তার ভিতরে ভূতপ্রেত ঢুকেনা। হঠাৎই চোখ পড়ল তালগাছের পরই মেইন রোড সেখান দিয়ে তিনচারটে হুজুর মানুষ হেটে যাচ্ছে তারা কিন্তু আমার বাড়ির দিকেই যাচ্ছে, তবে ভয় কিসের? তাদের পিছু নিতে আমার অসুবিধে কোথায়, তবে কথা হল সেই তালগাছের নীচ দিয়েই আমাকে যেতে হবে। সেখান থেকে আমার বাড়ি আর পাঁচশত গজ দূর হবে। হুজুরদের পিছু নিতে মুটামুটি চোখ বন্ধ করে তালগাছের নীচ দিয়েই দৌঁড় দিলাম, তালগাছ পার হয়ে মেইন রোডে উঠে দেখি আর হুজুরদের লেশ মাত্র নেই, আরও ভয় পেলাম এখন আরেক দৌঁড় দিয়ে একজনের ঘরের দরজায় ধপাস করে পড়ে গেলাম,বাড়িওয়ালা সম্পর্কে দাদা লাগে উনি কে কে বলে চিল্লাইতে থাকে আমি আর কথা বলতে পারছিনা, সেই ব্যক্তিও লাঠি হাতে বের হয়ে দেখে আমি দরজায় পড়ে আছি, সে আমাকে চিনে ফেলে আর বলতে থাকে এই হিরু তোর কি হইছে উঠ আমি তোর দাদা বলছি, ভয় পাইছিস নাকিরে, দাদিও বকতে থাকে ছেরাডা হয়তঃ ভয় পাইছে ওর বাবা কই জানি চলে গেছে না খেয়ে দিন যায়, তাই হয়ত ভয়ে অল্পতেই বেহুশ হয়ে পড়েছে এই বলে আমার নাকে চোখে পানি ছিটিয়ে দেয় এবার আমি আস্তে আস্তে তাকিয়ে হজরত কাকা বলে চিল্লাইতে থাকি, তখন সেই দাদার কন্ঠ শুনে হুশ হল, আর কেঁদে ফেলি। দাদাও বাবাকে গালমন্দ করে আমাকে জিজ্ঞেস করল, আমার রাতে বের হওয়ার কারন, বাবাকে খুঁজার কথা বললাম। উনি বলল, যাক আমার পাশে ঘুমিয়ে পড়, আমি বললাম না আমি বাড়ি যাব, উনি একটা লাঠি হাতে নিয়ে আমাকে বাড়ি আগাইয়া দিতে রওনা হলেন, মনের দুঃখে আমি কেঁদেই চলেছি। সে আগে আর আমি পিছনে হাঁটছি, আমাদের বাড়িটাও ছিল ভয়ংকর জায়গায়, তা আরেকটা জায়গায় আপনাদের অনুকূলে সন্নিবেসিত করব। যাহোক পায়ের শব্দ শুনেই মা জননী বলতে থাকে হিরু বাবা এসেছ, আমি কেঁদে কেঁদে বললাম মা আমি এসেছি, দরজা খুলে দিলেন, আমার মা অনেক ধার্মিক ছিলেন, উনি ঘুমাননি, জানেন আমি রাতেই ফিরব, কখন ডাক দেই সেই অপেক্ষায় ছিলেন। দাদা চলে গেল, আর বলল ছেরা ভয় পাইছে, তাকে গোসল করিয়ে দাও, মা ততক্ষনাত আমাকে গোসল খানায় নিয়ে গোসল করালেন, আর নানাবিধ প্রশ্ন করলেন, ভাই সম্পর্কে। গোসল সেরে ঘরে ঢুকে পরোটাগুলো বের করলাম, মা সকলকে জাগ্রত করল। সকলে জেগে পরোটা দেখে কি যে খুশি মনে হচ্ছিল, তাদের খুশিতে হয়তঃ আজ আমি বর্তমানে মহাসুখে আছি। সকলে পরোটা খাচ্ছে খুশি মনে  আমাী মনে হল, পোলাও বিরিয়ানী তাদের এই পরোটার কাছে। এর ফাঁকে মা বলল, সকলেই তোমার বড় বড়ভাইয়ের জন্য দোয়া কর, সে যেন ভালভাবে দিনাজপুর পৌঁছে যায়, আর তোমার বাবাকে খুঁজে পায়। টাকা দুইশত মা'র হাতে দিলাম, আপাততঃ দশদিনের খাবার ঘরে এল। আমি কিন্তু ভাল ছাত্র ছিলাম, ক্লাশে ফাষ্ট বয়, কিন্তু ক্ষুধার তাড়নায় প্রায়ই স্কুলে যেতাম না। স্যারেরা অনেক সময় বাড়ি পর্যন্ত এসে আমাকে স্কুলে নিয়ে যেতেন।

রাতে ঘুম হয়না, কারন ছোট্র একটা বাড়ি পুরুষ বলতে আমি একাই সে বাড়িতে। হতাশা আর ভয় নিয়ে সারারাত জাগ্রত থাকি,  গাছের একটা পাতার শব্দ হলেও আমি বলতে পারতাম কোন গাছের পাতা পড়ল! বা কি হল, সেখানে রাত হলে মনে হত বাঘ হতে শুরু করে ভূতপ্রেতের অভাব ছিল না সবকিছুর ভয় বিদ্যমান। তাই সবসময় একটা কুপি আর ম্যাচ কাছে রাখতাম। তিনদিন হল, ভাই কোন সময় এসে দরজায় লক করে তারও অপেক্ষা। 

চতুর্থদিন রাতে ঘুম হত পগারপার, শুধু টেনশন করছি ভাই কখন আসবে, ভাই অবশ্য রাতে বাড়ি আসলে প্রথম আমাকেই ডাকে। রশিদ রশিদ বলে দু'তিনটে ডাক দেয়। মা'র অর্ডার তিন ডাক পার হলে জবাব দিতে হবে, বুঝতে হবে এটা মানুষ। নচেৎ দু'বা এক ডাক দিয়ে  চুপ হয়ে গেলে সেটা বুঝতে হবে ভুত। এ শিক্ষা মা'র কাছ থেকে পাওয়া। ঐ বাড়িতে কখনও বাবার নাম ধরে, কখনও ভাইয়ের নাম ধরে, আবার কখনও আমার নাম ধরে এক ডাক, দুই ডাক দিয়েছে কতশত আমরা কখনও বের হইনি। ফলে দেখা গেছে সেটা আসলেই মানুষ নয়, কারন আমরা জানালার ফাঁক দিয়ে দেখেছি কিচ্ছু দেখা যায় না। সে রাত তো মোটেই ঘুমাতাম না। যাহোক অনেক কিছু কল্পনা করছি শুয়ে শুয়ে।  হঠাৎ শুনতে পেলাম রাস্তা থেকে কথা বলতে বলতে কারা যেন রাস্তা থেকে নামল, আর ভিতরে ঢুকেই এক ডাক দিল, রশিদ, আমি আরও ডাকের অপেক্ষায় থাকলে মা বলল, তোমার ভাই এসেছে, দরজা খোল। তার মানে মা জননীও ঘুমাইনি এটাই বাস্তব। আমি আগে হুট করে কুপি জ্বালালাম, তারপর দরজা খুলতেই ভাই বলে উঠল, দেখ বাবাকে নিয়ে এসেছি। আমি বাবাকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম ভাইবোন সকলে উঠে এসে বাবাকে জড়িয়ে ধরে সে কি কান্না! সেই কান্নায় মনে হয় আল্লাহ্ র দরবার এ আমাদের ভবিষ্যৎ সুখ মন্জুর হয়েছিল। মা জননী শুয়ে শুয়েই কাঁদছেন, উঠতে বিলম্ব করছেন, তাই বড়ভাই মাকে শর্ত জুড়ে দিল, মা উঠ কতদিন তোমার হাতের খাবার খাইনা। এই কথা শুনে মা আর শুয়ে থাকতে পারল না উঠে এসে বলল, হাতমুখ ধুয়ে এসো আমি খাবার দিচ্ছি। এ কথা শুনে আমি অবাক হলাম, কারন আমরা তো রাতে বউখুদ ভাজি খেয়ে শুয়েছি মা ভাত পাবে কোথায়!!  মা জননী কখন জানি ভাত পাক করে রেখেছে ভাই আর বাবা আসবে বলে আর না আসলে সকালে আমাদের সেগুলো পানিভাত হিসাবে সারাদিন চালিয়ে দিত। যাহোক খেতে বসে বাবা ভাইবোন সকলকে সংগে নিল, দুএক লোকমা যা ভাগে পড়ল, তাই সকলে খেলাম।

 এভাবেই বাবাকে সঙ্গে নিয়ে আবারও দুঃখ কষ্টের সংসার কোনক্রমে চলতে থাকল। সেই বড়ভাই আমাকে আজ অন্তর থেকে ভাল জানেনা, সেটা হল ভাবীর কারনে। আমি সেই বড়ভাইকে আজীবন দোয়া করব, শ্রদ্ধা করি পীরের মত, আল্লাহ্ যেন মৃত্যুর আগে তাকে জান্নাতের সুসংবাদ দেন। হে আল্লাহ্ তুমি আমার ভাইকে নেক হায়াত দান কর।

TERRIBLE NIGHT

 Lonely night, moon light is shining like the sun. It rained a lot during the day. Yes, I wish you a happy moonlit night, because I had two hundred rupees in my pocket that day. the year 1984. Although we are all involved in big stories, sometimes even small stories have a combination of fun or soul.
have memorized every moment of my life, or put it in public, because it is very sad to tell the truth or my life story.
I will not make it too long, because now a days in the digital age no one wants to read a long story, no one is willing to experience the sadness of the mind
Friends, if you know the way my childhood and adolescence went, you can not only be shocked but also have a heart attack. I spent my childhood in the village of Beaver, which was the culmination of the hardships of the needy world.
I will not make my father small, because he has tried hard enough to satisfy us by eating two handfuls of food. but the provision of the rules would not have been possible. So my father used to run away with the hunger of our seven siblings. The elder brother had a small job in Dhaka city. Father is not at home, we are living on the shoulders of six siblings, mother and seven elder brothers, half-starved and sometimes starving.
Due to incessant rains, there is a big shortage, father has no work, no income, so one day the father suddenly disappeared, there is no news for fifteen days, the father has not been found for three long months. We have a lot of trouble, stop eating and drinking. The elder brother could not pay more than two hundred rupees. If it was eaten twice, it would last from seven to ten days for two hundred rupees.
Ah, when I think of the days of not eating, tears still come to my eyes, my soul rises. At that time, mother Janani could not go anywhere, but she tried to feed her stomach at least once a day with many techniques. We didn't hurt my mother much because if she left, where would we go? The brother's letter came that he would go to Dinajpur on a date on the Ekota train to find his father, told me to stay at a railway station in the city, give me some money, for family expenses. Then I was a seventh grade student. The station where the Ekota train will stop is 16 kilometers away from our house. But another station is only a mile and a half from our house, the train does not stop here.So I have to go far, Ekota Express Jamalpur will stop at ten o clock at night and I have a train to go to Jamalpur at five o'clock in the afternoon that is what I am getting ready to go. When my brother leaves again, I will have to sit alone at the Jamalpur railway station for another local train which will arrive at 1.00 o'clock in the morning, then I will leave for home.How can I spend so much time, the grief of the mother, the mother was very praying and reading the Qur'an, praying and saying the days ahead are very bright for you, God will be very happy, which I can not see. However, my mother bade me farewell with a lot of prayers so that I could come back after the meeting.I got on the local train and reached Jamalpur, then it was barely five-thirty in the afternoon. I have to wait for my brother till ten o'clock at night. Brother's reputation cannot be made, because Allah himself knows his reputation well. All in all, it is doubtful whether there are two or four such brothers in the world. My brother is still alive today, I pray to God that I die before him, because I will not be able to bear the pain of his death. Apart from him, we have six siblings. He has taken care of everything from education to marriage.
However, he also got a government job from the company, thanks to everyone. With which he used to feed us at least on the fifteenth day of the month, the rest of the days God would feed us, otherwise I would have died. I am wandering around Jamalpur station, there is no end to hunger in my stomach. The brother will come, he will pay two rupees in retail and I will eat parota in the hotel, the drunkards are thinking about this. Sometimes tears were coming. Alas, world, God was written in my forehead with so much pain. I saw so many people of so many colors at the station, because the worst place in the world is the station. I also remember thinking about the lost father, looking around to see if the father can be found. Bidhatai can break the rules, no one else has the power. Anyway, it was ten o'clock at night, by the time the train rang, I was aware that the Ekota Express was coming, I was very careful, I thought firmly that I must get my brother, otherwise I would have to fast. Moreover, all siblings will have to suffer. And I feel very happy that when I meet my brother, he will give me an extra two rupees, with which I will eat parota at the hotel, which means a big deal, sitting at the hotel and eating parota and bhaji means a big gentleman's trunk.Seeing the light of the train, I stood firmly on the platform. The brother cleverly climbed into the carriage behind the engine, and looking out the window at me, I saw the brother. When the train stopped, I ran to my brother, and he got off the train and walked towards me. My brother hugged me and caressed me, took out two hundred rupees, gave me ten rupees to eat so that I could eat rice at the hotel. I can't talk to my brother who is crying. The brother told me to keep the money carefully, and said, don't worry too much, I am here. I looked as long as I could see.The story that I am writing today after forty years, I am still crying, because Mahanubhav Bhai got on the train and left for Dinajpur to find his father. I blessed my brother a lot from the bottom of my heart, where I can eat parota for two rupees, he gave me ten rupees with that money with which I can eat rice at the hotel. After thinking a lot, I left for the hotel to eat, wondering what to eat rice with? Thinking about eating rice, I remembered, why should I go to the hotel to eat, because my other siblings are starving, maybe at night because I am not there, my sad mother did not even arrange their food at night, somehow will spend the night frying rice. I canceled the desire to eat.
In the next hut I saw Chapra frying with flour. I proceeded towards him, which will fill my stomach in fifty paise, if only to satisfy my hunger. Fifty paise was in my pocket, my mother gave me, I'm going away, if there is any danger! I was satisfied with the money given by my mother. I realized many blessings in that. At the end of the meal again waiting for a bad train at night. I will not record anything that happened in the gap.
At twelve o'clock at night I suddenly noticed a freight train coming, it was going towards us, many people started jumping, I also jumped up and sat down, I have a habit of jumping, because the house is near the railway station. This time it was difficult, I noticed that the guard sub was taking a penny from everyone who jumped, to stop the train at our station.But I don't have a penny, so I'm wondering if ten rupees will take the whole thing, I stood silently and the guard walked past me and said where is this Mia fare? Saying this, he went to another person and thought to himself that Allah had saved him from Rahul's clutches.Aslam arrived at our station at half past twelve at night. Silent frozen night, I did not find anyone in our village at the station. I do not dare to go home alone, not afraid of people, but afraid of ghosts. Village houses are full of different proverbs or stories, imitating different places. So the fear is to leave.I sat down in a hotel again, a cup of tea came in front of me in a sweet melody, I looked and didn't find anyone, I was shocked to see the tea come without ordering it. The waiter said "Drink tea" I found out by asking him, the hotel owner said to give tea.I am swallowing embarrassed tea and thinking, there is no retail money, how can I pay the tea bill? After drinking tea, I asked the owner if you asked me to give tea! Good thing I don't have any retail money, I have ten rupees notes. He said it would not cost money, he would not have to pay more when he got the job.I am wandering outside, if I find someone I know, I will go home with him, I can't find anyone, but if I want a very bright night, I can go home with the courage to walk on two feet. In a hurry, I bought ten parota and dalvaji with the ten rupees that my brother gave me to eat, to feed the sisters, and Bidhatai knows how happy they will be if they get it. When I am happy, I am more interested.Although I was a little scared, I left to take care of it. If I leave the main road of the village and go through the field, I will find Hazrat Kakar's camp after some distance. The village is rising in a hurry, I am walking vigorously, the village is still creepy, I am still walking, even if a cat runs in front of me in such a situation, I am sure I will be heartbroken.Uncle guards the tubewell in the tent, standing in front of his tent I heard him snoring and sleeping, I sat down at his feet. Two palm trees a short distance from ancle camp, I heard that I have to go through the underworld of the jinn ghost. So I am sitting in the hope of getting help from ancles. I glanced at the palm tree for a moment, and saw that I was a small man, so stay away, even the old man would be frightened.I noticed that without the wind, the two palm trees were scratching each other and straightening again.I called uncle, uncle said, who is Hiru! Yes uncle I am Hiru. Why don't you talk? After a while, I would hit you on the head with a stick as a thief. Where is Thaika Aila tonight? I came from Jamalpur. Surely you went to see a movie! No, I went to look for Kaka Baba, he was very shocked to hear that, and started abusing Baba. Then he asked me to sleep with him or go home? If you don't go home, uncle will worry a lot at home. And notice what the palm tree is doing! Uncle looked at the palm tree and said boldly and said that if my father ran with this stick in my hand, I would not be able to get cool. Let's cross the palm tree and come to you. This time the uncle stopped, the situation was such that the uncle could not know what to do at this moment to save his life.He started shouting and said, I will escape or I will bring fire. Uncle said it and the fire was extinguished. Uncle said, this time we are scared, let's go. Uncle with a stick in hand before I go back this time what happened is difficult. The fire again took on a huge size and started coming towards us slowly. Now both of us are scared. He just said, "Hiru, run." He ran, saying, "I can't run like him if I follow him." So frightened, I entered the tent and sat down with the straw bunda which has a fire inside, and I sang to my mother and cried for prayers, and it seemed that I was inside the tent, it seemed that the ghost did not notice, through me. fire followed uncle.Uncle is running. I see a huge spark of fire going behind him. There is nothing to do. Uncle has been running for a long uncle.I left, and it seemed that I was inside the tent, it seems that the ghost did not notice, the fire followed me to uncle. Uncle is running. I see a huge spark of fire going behind him. There is nothing to do. Uncle has been running for a long time. I was looking through the gap in the fence. This time the coil of fire is dancing around my uncle, I am very tension, and crying, the one to whom I took refuge is now in great danger. ! After a while I saw the coil of fire was no more, I thought how can I see the condition of Kakar or not, I am crying again in fear, I do not dare to go out of the camp in tension. After crying for about an hour, Kakar regained consciousness and started calling me Hiru Hiru. I am getting more and more furious when I hear his call, I am doubtful whether he is giving the call or the ghost. Because demons can call me like him. So I sat in the tent, I heard from the elders that no matter how small or big the house was, no ghost could enter it. Suddenly I saw three or four people walking on the main road after the palm tree, but they were going towards my house, but what is the fear? Where is my difficulty in following them, but I have to go under that palm tree. My house will be five hundred yards away from there. I ran under the palm tree with my eyes closed to follow the lords. I crossed the palm tree and climbed on the main road and saw that there was no trace of the lords. I was even more frightened. I can't talk anymore, the man came out with a stick in his hand and I was lying in the doorway, he recognized me and said, "Hiru, what happened to you? Get up, I'm telling your grandfather. You're scared, Nakire. I don't know where he is gone, he eats for days, so maybe he fainted a little because he was scared. This time he sprinkled tears on my nose. This time I looked at him softly and started shouting Hazrat ancle Grandpa scolded Dad and asked me, mineHe said, "Let's sleep next to me. I didn't say I would go home. He took a stick in his hand and went to lead me home. Before that and I was walking behind, our house was also in a terrible place, I will put it in another place in your favor. However, as soon as I heard the sound of footsteps, my mother and mother started saying, "Hiru Baba has come." I cried and said, "Mother, I have come." Grandpa left, and Chhera was scared, give him a bath, my mother immediately took me to the bathroom and took a bath, and asked various questions about my brother. After taking a bath, I entered the house and took out the parotas. My mother woke everyone up.Everyone seemed to be happy to see Parota, maybe they are happy, but today I am very happy. I was happy to see everyone eating parota, I thought, polao biryani is their parota. In between, the mother said, "Everyone, pray for your elder brother, that he may reach Dinajpur well, and find your father." I gave two hundred rupees to my mother, for the time being she came to the dining room for ten days. I was a good student, fast boy in class, but I didn't go to school often because of hunger. Serera would often come home and take me to school. 

  I can't sleep at night, because I am alone in a small house. I stay up all night with frustration and fear, even if the sound of a leaf of a tree, I could tell which leaf fell! Or what happened, when it was night there seemed to be no shortage of ghosts starting to be tigers, the fear of everything existed. So I always kept a cup and a match nearby. Three days later, he waited for the brother to come and lock the door.

 On the fourth day, I used to sleep at night, I was just tensing when my brother would come, but my brother would call me first at night. Rashid called Rashid two or three. If the mother's order passes three calls, you have to answer, you have to understand that it is human. Otherwise, if you become silent with a single call, you have to understand that it is a ghost. This education is from mother. In that house, sometimes in the name of father, sometimes in the name of brother, sometimes in my name, one call, two calls, how many of us never came out. As a result, it is not really human, because we can see through the gap in the window, nothing can be seen. I didn't sleep at all that night. Anyway I'm imagining a lot while lying down. Suddenly I heard someone talking from the side of the road.Rashid, while I was waiting for more calls, my mother said, your brother has come, open the door. This means that the mother did not sleep. I hurriedly lit the cup, then as soon as I opened the door my brother said, look, I have brought my father. I hugged my father and cried. All the siblings came up and hugged my father. What a cry! In that cry, it seems that our future happiness was granted in the court of God. Mother Janani is crying while lying down, delaying to get up, so elder brother gave condition to mother, mother get up, how long will you not eat the food in your hand. Hearing this, the mother could not stay up anymore. She got up and said, "Wash your hands and face. I am giving you food." I was surprised to hear this, because we ate bhukhud bhaji at night and went to bed, where can mother get rice! I don't know when mother and mother cooked the rice because my brother and father would come or not. Anyway, sitting down to eat, my father and siblings took everyone with them.

 In this way, the family of grief and suffering continued with my father. That big brother doesn't know me well from the heart today, that is because of his wife. I will bless that elder brother forever, I respect him like a saint, may God give him the good news of paradise before he dies. O God, grant my brother a good life.

মানবী না দানবী

 পৃথিবীটা সৃষ্টি করেছেন মহানুভব সৃষ্টিকর্তা প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্নরুপে রুপান্তরিত করে। রাখাল ভাইয়ের ভাটিয়ালী গান, গরুর গাড়ির ক্যাঁচ ক্যাঁচ, দোয়েল, কোয়েল, ময়না, শ্যামা এবং টুনটুনির গান তাছাড়া কোকিলের কুহুতান এই মনোমুগ্ধকর পরিবেশে শুধুই ইচ্ছা করে সাধনার সাধক হয়ে প্রকৃতির স্বাদ গ্রহন করতে। ইচ্ছা থাকা সত্বেও তা সম্ভব হয়নি, কোনকালে। কারন কর্মই বড় ঝুট ঝামেলা। সৌন্দর্যের প্রাচুর্যতায় ভরা এই পৃথিবীতে আমরা শুধু  কর্মের পিছনে ছুটছি তো ছুটছি। ভাগ্যের বিড়ম্বনায় কখন জানি আশা পুরন হবে তা নিয়েই চিন্তাদগ্ধ। 

আমার বড় ইচ্ছা ছিল, প্রকৃতির দাবানলে একদিন একাধারে ঘুরে বেড়াব এবং তা নিয়ে বিশাল কিছু লিখব। কিন্তু তা আর হল কোথায়? কথায় বলে কিনা আশায় গুড়েবালি হওয়ার উপক্রম হয়েছিল। ইচ্ছার কমতি ছিলনা, আমার ঘুরার একটি সুযোগ ছিল। আমার দুলাভাইয়ের বড়বড় নৌকা ছিল, যেগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলে ভাড়ায় চলত। দুলাভাই রুক্ষ মেজাজী এবং ন্যায়পরায়ন ব্যক্তি ছিল।

একদা সাহস করে বললাম"পরীক্ষা শেষ এখন আপনার নৌকায় বহুদুরে বেড়াতে যাব" উনি রেগে ক্ষীন কন্ঠে উত্তর চাইলেন, তা কেথায় বেড়াতে যাবেন স্যার! উত্তরে সুযোগ নিয়ে বললাম চট্রগ্রাম যাব। তিনি কথা না বাড়িয়ে রাজি হয়ে গেলেন। কারন এর আগেও দুএকবার অনুরোধ করেছিলাম, সেজন্য বাড়াবাড়ি না করে এবার রাজি হয়ে গেলেন। আমাকে যথারীতি মানসিকভাবে প্রস্তুতি নিতে বললেন। মহাখুশীতে আত্বহারা হয়ে যথারীতি প্রস্তুতি গ্রহন করলাম। আমার নেওয়ার মত যা কিছু ছিল তা গুছিয়ে দুলাভাইকে জানালাম। উনি রেগে এবং ঠাট্রার ছলে বললেন কোন মেয়ে টেয়ে গুছাওনি তো? সেদিনই তাকে দেখেছিলাম এ কথাটা বলার পর হাসতে এবং আমাকে একটা সময় দিয়ে বললেন ঘাটে হাজির হতে।

নির্ধারিত সময়ে নৌকা ঘাটে ভিড়াবার পূর্বেই আমি ঘাটে উপস্থিত হলাম, সাথে ছিল আমার একটি বিড়াল ছানা আর একটি টিয়া পাখি। দুলাভাই এগুলো দেখে মন খারাপ করতে চেয়েছিল, কিন্তু মাকে দেখে আর কিছু বলতে পারেনি। নৌকার মাঝি ছয়জন, আর একজন বাবুর্চি আমাকে নিয়া মোট আটজন সদস্য। দুলাভাইয়ের নিষেধ করার কিছু কারন নিহিত ছিল, মাঝে মধ্যেই নৌকায় ডাকাত দল ঝাপিয়ে পড়ত, আবার টাকা পয়সা না পেলে মাঝিদের মারধর করত। এই ভয়ে এতদিন আমাকে যেতে বারন করেছিল।আমার যাতে কোন প্রকার অসুবিধে না হয় সে বিষয়ে মাঝিদের বারবার সতর্ক করে দিল। নৌকা চলছে উজান বেয়ে আমার খুশীর অন্ত নেই। কাংখিত ভ্রমনে বেরুতে পেরেছি। মাঝিরা গুন টেনে নৌকা এগুচ্ছে এখনও ঘাটে দাঁড়ানো মা, সাজু এবং দুলাভাইকে দেখা যাচ্ছে। মাঝিরা গুন টেনে নৌকা চালালেও তাদের ফুর্তির অন্ত ছিল না। কিন্তু আমার খুব কষ্ট লাগছিল। তখনও নৌকায় ইন্জিন লাগানোর যুগে আমার পদার্পন করিনি। তাই তাদের পরিশ্রম আমার গায়ে বিধতেছিল। 

নৌকা খুব ধীরে ধীরে এগুচ্ছিল, ইতিমধ্যেই সন্ধ্যা হতে চলল। আমার ভালই লাগছিল, নদীর মধ্যে সন্ধ্যে হওয়াটা, নৌকা ভিড়াল একটা ঝুপের কাছে। রাতে গুন টেনে নৌকা চালানো দায় তাই তারা বিশ্রামের জন্য নৌকা নোঙর করল। বাবুর্চি এসে খানার আইটেম জানতে চাইলে আমি এক বাটি মুরগির মাংস বের করে দিলাম। বাবুর্চি হেসে বলল এটা তো আপনার জন্য, আমরা কি খাব! তাই হেড মাঝির কাছে জানতে হবে বাজারে যাবে কিনা, আমি বললাম আজ সবাই মুরগী খাবে, আগামীকাল মাছ, পরশু গরুর মাংস, তারপরদিন হাঁস, আবার মুরগী, তারপর আপনারা যা খাবেন তাই আমিও খাব ওকে। এটা শুনে সবাই খুশি হল, যথার্থ উক্তিতে ভরিয়ে তুলল, নৌকায় যেন নতুন দিন ফিরে পেলাম।

বিড়াল আর টিয়া পাখিকে সময়মত খানা দিচ্ছি, তারাও মনে হল ফুর্তিতেই আছে। আমরা যার যার প্রয়োজন সেরে রাতের খানা নিয়ে বসে পড়লাম। খানা খেতে ভালই লাগল, নৌকার মাঝে মাঝিদের রান্না।